গণসংখ্যা নিবেশন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ ও বিস্তার পরিমাপ
১। নিচের তথ্যসারিকে একটি বিরত গণসংখ্যা সারণিতে উপস্থাপন কর এবং নিম্নে উল্লেখকৃত প্রশ্নের উত্তর লিখ।
৭, ৫, ৬, ১০, ২১, ১২, ৭, ৪, ১৯, ২২ তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর কর।
(ক) যোজিত গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় কর।
(খ) পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় কর ।
(গ) গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক নির্ণয় কর।
(ঘ) পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ও ভেদাঙ্ক নির্ণয় কর।
(ঙ) চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় কর।
২। নিচের তথ্যসারিকে একটি অবিরত গণসংখ্যা সারণিতে উপস্থাপন কর এবং নিম্নে উল্লেখকৃত প্রশ্নের উত্তর লিখ।
৩২, ২৫, ২২, ৪৫, ৫৭, ৫২, ৬০, ৩৭, ৩৫, ৩৮, ৪২, ৪৭, ৪০, ৫১, ৩৮, ২৮, ২৪, ২২, ৩৮, ৪২, ৪৬, ৫৩, ৩০, ৩৬, ৪৭, ৫৫, ৫৮, ৪৪, ৫২, ২৭, ৪২, ৫৫, ৫৮, ৪৭, ৩৯, ৫৮, ৫৭, ৩৮, ৪২, ৪০
(ক) একটি আয়তলেখ অংকন কর।
(খ) একটি গণসংখ্যা বহুভূজ অংকন কর।
(গ) একটি অজিভ রেখা অংকন কর।
(ঘ) যোজিত গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় কর।
(ঙ) পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় কর ।
(চ) গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক নির্ণয় কর।
(ছ) পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ও ভেদাঙ্ক নির্ণয় কর।
(জ) চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় কর।
Comments
Post a Comment