পরিসংখ্যান (Statistics) - ০১
১। গণসংখ্যা বা ঘটনসংখ্যা কী?
২। গণসংখ্যা নিবেশন কী?
৩। গণসংখ্যা নিবেশন গঠনের ধাপগুলো বর্ণনা কর।
৪। গণসংখ্যা নিবেশন কত প্রকার ও কী কী? উদাহরণসহ বর্ণনা কর।
৫। শ্রেণি মধ্যবিন্দু কী?
৬। শ্রেণিব্যাপ্তি কী? শ্রেণিব্যাপ্তি নির্ণয়ের সূত্রটি কী?
৭। অন্তর্ভুক্তি শ্রেণিব্যাপ্তি ও বহির্ভুক্তি শ্রেণিব্যাপ্তি উদাহরণসহ বর্ণনা কর।
৮। যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা কী?
৯। পরিসর কী?
১০। শ্রেণিসংখ্যা নির্ণয়ের সূত্রটি কী?
১১। সমগ্রক বা Population কী?
১২। নমুনা বা Sample কী?
১৩। শ্রেণিবদ্ধকরণ কী?
১৪। তালিকাবদ্ধকরণ/সারণিবদ্ধকরণ কী?
১৫। তথ্যের লৈখিক উপস্থাপন বলতে কী বুঝায়?
১৬। প্রদত্ত উপাত্ত হতে ৫ শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণি প্রস্তুত কর এবং এর ভিত্তিতে একটি আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজিভ রেখা অংকন কর।
25, 15, 20, 18, 26, 23, 15, 22, 30, 22, 25, 21, 28, 35, 41, 13, 9, 32, 17, 21, 26, 18, 23, 38, 5, 25, 32, 28, 13, 17, 21, 32, 23, 21, 26, 30, 29, 19, 20, 37
১৭। প্রদত্ত উপাত্তসমূহকে সমান ৬ টি শ্রেণিতে বিভক্ত করে একটি গণসংখ্যা সারণি প্রস্তুত কর এবং এর ভিত্তিতে একটি আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজিভ রেখা অংকন কর।
45, 48, 41, 55, 40, 48, 50, 35, 41, 48, 40, 32, 42, 50, 41, 35, 41, 55, 42, 33, 50, 60, 48, 55, 48, 61,
48, 41, 50, 65, 50, 42, 45, 55, 50, 42, 40, 48, 50, 33
18। নিম্নের তথ্য সারণি থেকে কালীন রেখা অংকন কর।
১৯। নিম্নের তথ্যসারণি থেকে একটি সরল দণ্ডচিত্র অংকন কর যেখানে বিভিন্ন বছরে ধানের উৎপাদন ৫০, ৩০, ৮০, ৭০, ৪০ হাজার মেট্রিক টন।
20। নিম্নের তথ্যসারণি থেকে যৌগিক ও অংশবিশেষ দণ্ডচিত্র (Bar Diagram) অংকন কর।
২১। নিম্নের তথ্যসারণি থেকে বৃত্তাকার চিত্র (Pie Diagram) অংকন কর।
পেয়েছি স্যার
ReplyDeleteপেয়েছি স্যার
ReplyDelete