About me

তপন কুমার রায়

৩০তম বি.সি.এস. (সাধারণ শিক্ষা)

 রাষ্ট্রবিজ্ঞান

মেধাক্রম ১১

ক্রমিক নম্বর ৯ 

বর্তমান কর্মস্থল :  দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর 

১৭ আগস্ট, ২০১৭ থেকে অদ্যাবধি।

পূর্ববর্ত ী কর্মস্থল : পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও 

০৩ জুন, ২০১২ থেকে ১৬ আগস্ট, ২০১৭ পর্য ন্ত। 

এছাড়া প্রভাষক হিসেবে চাকরি ঢাকার দুটি কলেজে।

 ইউরোপিয়ান কলেজ মিরপুর ২, ঢাকা, 

ট্রাস্ট কলেজ  সেক্টর-১৩, উত্তরা, ঢাকা প্রভাষক 

সোনালী ব্যাংক লিমিটেড অফিসার হিসেবে চাকুরীকাল

১৭ সেপ্টেম্বর, ২০১১ থেকে ৩১ মে, ২০১২ পর্যন্ত


রক্তের গ্রুপ ‍এবি+ (পজিটিভ)

উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি

ওজন ৬৬ কেজি


প্রাথমিক শিক্ষা শুরু বিশ্বাসপুর বি. এল. এম. ডি প্রাথমিক বিদ্যালয়ে। দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ খনগাঁও বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ বিশ্বাসপুর বি. এল. এম. ডি প্রাথমিক বিদ্যালয়ের অধীন। পরীক্ষার কেন্দ্র বীরগঞ্জ মিশন।

পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপ্ত করার পর ষষ্ঠ শ্রেণিতে উজ্জ্বল কোঠা দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি। মানবিক শাখা হতে প্রথম বিভাগ এবং ৬৬৬ নম্বর পেয়ে এস.এস.সি. পরীক্ষায় পাস।

উচ্চ মাধ্যমিক লোহাগাড়া মহাবিদ্যালয় মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগ এবং ৭০৬ নম্বর পেয়ে এইচ.এস.সি. পরীক্ষায় পাস।

বি.এস.এস (সম্মান) ৪ বছর  রাষ্ট্রবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিজিপিএ ৩.৬২ (৪.০০ পয়েন্ট ভিত্তিতে)  এবং এম.এস.এস. রাষ্ট্রবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিপিএ ৩.৬৪ (৪.০০ পয়েন্ট ভিত্তিতে)


কম্পিউটার পারদর্শিতা - MS Word, MS Excel, MS Power point, Website Create, Web Design, Web Development, Graphic Design, Video Editing. 






Comments

Popular posts from this blog

পরিসংখ্যান (Statistics) - ০১

গণসংখ্যা নিবেশন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ ও বিস্তার পরিমাপ