মডেল টেস্ট - ০১ (বাংলাদেশ ও আন্তর্জাতিক ৩০-৪০)
১। প্রতাপ আদিত্য কে ছিলেন?
২। কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে?
৩। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
৪। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত ছিল বর্তমানের কোন এলাকা?
৫। মুবিজনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
৬। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
৭। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত?
৮। সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তাকে কী বলে?
৯। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়?
১০। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
১১। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
১২। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?
১৩। প্রধান বীজ উৎপাদকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
১৪। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুুরুষের অনুপাত কত?
১৫। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কী?
১৬। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক?
১৭। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
১৮। জাতীয় সংসদের কাউন্টিং বা কস্টিং ভোট কী?
১৯। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
২০। ঢাকার লালবাগ দুর্গ কে নির্মাণ করেন?
২১। বাংলার ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়?
২২। বঙ্গবন্ধু ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কিসের মাধ্যমে জারী করেন?
২৩। বাংলাদেশে রোপা আমন ধান কোন মাসে কাটা হয়?
২৪। সুন্দরবনের কত শতাংশ ভারতের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
২৫। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম েইউরোপীয় দেশ কোনটি?
২৬। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
২৭। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
২৮। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাব্যুনাল এর বিষয়টি কোন অনুচ্ছেদে আছে?
২৯। অলিভ টারটেল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
৩০। হিউয়েন সাং এর দীক্ষা গুরু কে ছিলেন? তিনি কোন মহাবিহারের আচার্য ছিলেন?
৩১। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
৩২। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
৩৩। বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?
৩৪। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
৩৫। ওআইসির কততম সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন?
৩৬। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন ধরনের বনভূমি?
৩৭। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত হয়?
৩৮। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
৩৯। জীবনটুলি কী?
৪০। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
৪১। ঢাকার ধোলাই খাল কে খনন করেন?
৪২। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব কোনটি?
৪৩। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
৪৪। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান?
৪৫। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা কোন জেলায় সবচেয়ে বেশি?
৪৬। বাংলাদেশের স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান হলো?
৪৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন?
৪৮। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জালানি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?
৪৯। বাংলাদেশে আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা কার নিকট ন্যাস্ত করা হয়েছে?
৫০। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র আগুনের পরশমণি এর রচয়িতা কে?
৫১। উইঘুর কারা?
৫২। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল?
৫৩। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
৫৪। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান” বলা হয়?
৫৫। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
৫৬। The Art of war গ্রন্থের লেখক কে?
৫৭। বিশ্ব প্রাণি দিবস কত তারিখ?
৫৮। সুয়েজ খাল কোন বছর চালু হয়?
৫৯। কোন রাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি সীমান্ত রাষ্ট্র আছে?
৬০। আরবলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
৬১। War and Peace এর লেখক কে?
৬১। সামন্তবাদ ইউরোপের কোন দেশে প্রথম চালু হয়?
৬২। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কী কী?
৬৩। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
৬৪। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
৬৫। কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
৬৬। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
৬৭। ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
৬৮। পিং পং এর অর্থ কী?
৬৯। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে কোন রাষ্ট্র বলা হয়?
৭০। অক্টোবর বিপ্লবের নেতুত্ব কে দিয়েছিলেন?
৭১। রোহিঙ্গারা কত সালে মিয়ানমারের নাগরিকত্ব হারায়?
৭২। ওআইসি এর দাপ্তরিক ভাষা কতটি ও কী কী?
৭৩। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কাদের লেখনির মাধ্যমে?
৭৪। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন?>
৭৫। মায়া সভ্যতা পৃথিবীর কোন অঞ্চলে বিরাজমান ছিল?
৭৬। বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী কোন নগরী ছিল?
৭৭। শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয়া হয়েছে?
৭৮। সান সাইন পলিসি কোন দুটি দেশের সাথে সম্পর্কীত?
৭৯। এসডিজি কত সালের লক্ষ্যমাত্রা এবং কতটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
৮০। ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী এর সদর দপ্তর কোথায়?
৮১। ন্যাটোর সর্বশেষ রাষ্ট্র কোনটি?
৮২। জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
৮৩। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
৮৪। ওপেক এর সদর দপ্তর সর্বপ্রথম কোথায় স্থাপিত হয়?
৮৫। Cozy Bear কী?
৮৬। Imperialism is the Highest Stage of Capitalism গ্রন্থের লেখক কে?
৮৭। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
৮৮। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
৮৯। ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত?
৯০। বিগব্যাঙ তত্ত্বের প্রবক্ত া কে?
৯১। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
৯২। রেডক্রসের সদর দপ্তর কোথায়?
৯৩। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
৯৪। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের?
৯৫। হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে?
৯৬। ফিফা প্রতিষ্ঠিত হয় কখন?
৯৭। কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
৯৮। অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
৯৯। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
১০০। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন?
Comments
Post a Comment