মডেল টেস্ট - ০২ (বাংলাদেশ ১০-৩০)
১। পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
২। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে, এটি কোথায় অবস্থিত?
৩। বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ?
৪। শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?
৫। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
৬। পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায়?
৭। পৃথিবীর গভীরতম স্থানের নাম কী?
৮। শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
৯। মুসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট আরোহন করেন?
১০। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর রয়েছে?
১১। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
১২। আলোকিত মানুষ চাই-এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
১৩। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
১৪। জুলিয়াস সিজার কেন বিখ্যাত?
১৫। গ্রেট হল কোথায় অবস্থিত?
১৬। তাস কোন ধরনের সংবাদ সংস্থা?
১৭। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদন হয় কোন দেশে?
১৮। ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে কোনটি?
১৯। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
২০। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
২১। ফরাসী বিপ্লব সংঘটিত হয় কত সালে?
২২। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে কাজ করছে?
২৩। কোন জেলার নাম চন্দ্রদ্বীপ ছিল?
২৪। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
২৫। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায়?
২৬। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
২৭। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন রাষ্ট্র?
২৮। কোন মোঘল সম্রাট বাংলার নাম জান্নাতাবাদ দেন?
২৯। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে এবং কখন প্রবর্তন করেন?
৩০। ঢাকার বিখ্যাত তারা মসজিদটি কে নির্মাণ করেন?
৩১। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটির অপর নাম কী, কে নির্মাণ করেন?
৩২। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
৩৩। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম কারা এসেছিল?
৩৪। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়?
৩৫। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কখন?
৩৬। মিশুকের স্থপতি কে?
৩৭। হরিপুর তেলক্ষেত্র আবিস্কৃত হয় কখন?
৩৮। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ?
৩৯। কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
৪০। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
৪১। কোন শাসকের আমলে সমগ্র বাংলা ভাষাভাষি অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিত হয়?
৪২। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন?
৪৩। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিমি?
৪৪। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
৪৫। ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে?
৪৬। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
৪৭। প্রাচীন গৌড়ের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায়?
৪৮। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
৪৯। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? যার মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়।
৫০। বাংলাদেশের সংবিধান কত তারিখে সর্ব প্রথম গণপরিষদে উত্থাপন করা হয়?
৫১। বাংলাদেশের মৎস্য আইনে কত সে.মি. কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
৫২। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
৫৩। ১৯০৫ সালে নবগঠিত পূর্ববাংলা প্রদেশের গভর্নর কে ছিলেন?
৫৪। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন কে?
৫৫। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
৫৬। বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
৫৭। ভারতীয় উপমাহাদেশের সর্ব শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
৫৮। স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট প্রথম কবে চালু হয়?
৫৯। বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায়?
৬০। বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক কোন যুগের ভূমিরূপ ?
৬১। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য- সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
৬২। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?
৬৩। বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
৬৪। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
৬৫। বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাগান আছে?
৬৬। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না - এটি কার উক্তি এবং এখানে কোন লোকটির কথা বলা হয়েছে?
৬৭। বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কোন শিল্পী?
৬৮। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
৬৯। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
৭০। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
৭১। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কাকে নিয়োগ দিতে পারেন?
৭২। সতীদাহ প্রথা রহিত হয় কত সালে?
৭৩। মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
৭৪। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কখন?
৭৫। বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের?
৭৬। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
৭৭। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
৭৮। জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
৭৯। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
৮০। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
৮১। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভুমিকা পালন করেন কে?
৮২। ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে কখন?
৮৩। কোন মোঘল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ?
৮৪। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
৮৫। বাংলাদেশের সর্ব প্রথম জাদুঘর কোনটি?
৮৬। কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে?
৮৭। বীরবিক্রম উপাধী দেওয়া হয় কত জনকে?
৮৮। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
৮৯। বাংলাদেশ টেলিভিশন এর যাত্রা শুরু হয় কখন?
৯০। বাংলাদেশের সাদা সোনা বলা হয় কোনটিকে?
৯১। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
৯২। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
৯৩। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
৯৪। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৯৫। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের না কী?
৯৬। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুুরুষের সমান অধিকার লাভ করিবেন- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
৯৭। ইউরিয়া সার থেকে উদ্ভীদ কোন খাদ্য উপাদানটি গ্রহণ করে?
৯৮। রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন সালে?
৯৯। বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক কোনটি?
১০০। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধানকারি নদী কোনটি?
Comments
Post a Comment