পৃথিবী সম্পর্কীত
১। পৃথিবীর আয়তন কত বর্গ কিমি?
২। পৃথিবীর পরিধি কত কিমি এবং মাইল?
৩। পৃথিবীর ব্যাস কত কিমি?
৪। পৃথিবীর স্থলভাগ শতকরা কত ?
৫। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত?
৬। পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত?00
৭। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
৮। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
৯। পৃথিবীতে মহাদেশ কতটি এবং সেগুলোর নাম কী কী?
১০। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এবং এর আয়তন কত?
১১। পুথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি এবং এর আয়তন কত?
১২। আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি এবং এর আয়তন কত?
১৩। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এবং এর আয়তন কত?
১৪। জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি এবং এর জনসংখ্যা কত?
১৫। জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি এবং এর জনসংখ্যা কত?
১৬। পৃথিবীর সবচেয়ে উত্তরের দেশ ও শহর কোনটি?
১৭। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের দেশ ও শহর কোনটি?
১৮। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি?
১৯। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?
২০। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্র কতটি?
২১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি এবং তার রাজধানীর নাম কী?
২২। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি এবং কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়?
২৩। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো কী কী এবং কেন খণ্ডিত রাষ্ট্র বলা হয়?
২৪। পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত এবং মহাদেশগুলোর নাম কী কী?
২৫। কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে এবং কোন কোন মহাদেশে পড়েছে?
২৬। পৃথিবীর কোন গ্রামটি দুটি দেশের মধ্যে অবস্থিত এবং কোন কোন দেশ?
২৭। কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হয়?
২৮। পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র বলা হয় কোনটিকে?
২৯। পৃথিবীর অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
৩০। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
৩১। পৃথিবীতে মহাসাগর কতটি এবং তাদের নাম কী কী?
৩২। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি এবং এর আয়তন কত?
৩৩। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি এবং এর আয়তন কত?
৩৪। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি এবং গভীরতম স্থানের নাম এবং গভীরতা কত?
৩৫। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি, এর আয়তন এবং কোন দেশে ?
৩৬। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি, গভীরতা এবং কোন দেশে?
৩৭। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, উচ্চতা এবং কোথায়?
৩৮। পৃথিবীর উষ্ণতম স্থান কোথায়?
৩৯। পৃথিবীর শীতলতম স্থান কোথায়?
৪০। পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি এবং কোথায়?
৪১। পৃথিবীর বৃহত্তম রেলপথ কোনটি এবং কোথায়?
৪২। পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
৪৩। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী এবং এর আয়তন কত, কোথায় অবস্থিত?
৪৪। পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কাকে?
৪৫। পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি এবং এর উৎপত্তি, পতনস্থল ও দৈর্ঘ্য কত?
৪৬। আফ্রিকার তথা পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি কোনটি এবং কোথায় বাস করে?
৪৭। আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি এবং কোথায়?
৪৮। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি এবং আয়তন কত?
৪৯। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে?
৫০। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি এর উচ্চতা কত?
৫১। পুথিবীর প্রশস্ততম নদী কোনটি?
৫২। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
জেনে রাখা ভালো-
পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উত্তর : ২৩৩ টি।
-
© পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর : ২০৩ টি।
স্বাধীন বলে দাবী করলেও স্বাধীন নয় এমন দেশগুলো হচ্ছেঃ
১• ফিলিস্তিন (১২২ টি দেশ কর্তৃক স্বীকৃত)
২• কসোভো (৫৪ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৩• তাইওয়ান (২৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৪• দক্ষিন ওশেকিয়া (৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৫• আব্খাজিয়া (৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৬• ট্রান্সটিনিয়া (২ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৭• চেচনিয়া (স্বীকৃতি নেই)
৮• সোমারিল্যান্ড (স্বীকৃতি নেই)
৯• গ্রীক সাইপ্রাস (জাতিসংঘ কর্তৃক স্বীকৃত)
১০• তুর্কী সাইপ্রাস (তুরস্ক কর্তৃক স্বীকৃত)
Comments
Post a Comment