Posts

Showing posts from September, 2020

উত্তর মডেল টেস্ট - ০২ (বাংলাদেশ)

  ১। দক্ষিণ তালপট্টি ২। নিতুন কুণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩। ২৬ মার্চ ৪। রূপী ৫। জেনারেল আতাউল গণি ওসমানি ৬। জেদ্দা ৭। মারিয়ানা ট্রাঞ্জ, প্রশান্ত মহাসাগর ৮। ময়মনসিংহ ৯। ২০১০ ১০। ডাউকি ১১। সৈয়দপুর ১২। বিশ্ব সাহিত্য কেন্দ্র ১৩। মৌলভীবাজার ১৪। রোমান সম্রাট হিসেবে ১৫। চীন ১৬। রাশিয়া ১৭। যুক্তরাষ্ট্র ১৮। লাইন অব কন্ট্রোল ১৯। আলজেরিয়া ২০। যুক্তরাজ্যে ২১। ১৭৮৯ ২২। ১৯৭৯ ২৩। বরিশাল ২৪। পটুয়াখালী ২৫। গজারিয়া ২৬। ২০০০ ২৭। ইরাক ২৮। হুমায়ুন ২৯। কর্নওয়ালিস, ১৭৯৩ ৩০। মির্জা আহমেদ জান ৩১। সোমপুর বিহার, ধর্মপাল  ৩২। সোনারগাঁও ৩৩। পর্তুগিজরা ৩৪। মহাস্থানগড়ে ৩৫। ১৭ এপ্রিল, ১৯৭১ ৩৬। মোস্তফা মনোয়ার ৩৭। ১৯৮৬ ৩৮। ১৪ ডিসেম্বর ৩৯। যশোর ৪০। লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল ৪১। শামসুদ্দিন ইলিয়াস শাহ ৪২। ২ মার্চ, ১৯৭১ ৪৩। ৫৮০০ ৪৪। ্১৬.৫ কিমি ৪৫। হিমালয়ের কৈলাশ শৃঙ্গ থেকে ৪৬। মাইনুল হোসেন ৪৭। চাপাইনবাবগঞ্জ ৪৮। খাজা নাজিমুদ্দীন ৪৯। ১৯৫০ ৫০। ১২ অক্টোবর, ১৯৭২ ৫১। ২৩ সে.মি ৫২্নারিকেল জিঞ্জিরা ৫৩। ব্যামফিল্ড ফুলার ৫৪। নবাব মুশিদকুলি খাঁ ৫৫। নাফ নদী ৫৬। হার্ডিঞ্জ সেতু ৫৭। লর্ড মাউন্ট ব্যাটেন ৫৮। ৪মার্চ, ১৯৭২ ৫৯। স...

উত্তর মডেল টেস্ট - ০১ (বাংলাদেশ ও আন্তর্জাতিক )

  ১। বাংলার বার ভুইয়াদের একজন ২। নিউজ উইকস ৩। অনুচ্ছেদ ২২ ৪। চট্টগ্রাম ৫। এ.এইচ.এম. কামারুজ্জামান ৬। বাঙ্গালী জাতীয়তাবাদ ৭। ৭.৪০% ৮। সুশীল সমাজ ৯। ১৫ টি ১০। ব্র্যাক অন্বেষা ১১। International Tribunal for the Law of the sea ১২। লর্ড কার্জন ১৩। বিএডিসি ১৪। ১০০ : ১০০.৩ ১৫। পেট্রাপোল ১৬। ডাচ বাংলা ব্যাংক ১৭। বাণিজ্য মন্ত্রণালয় ১৮। স্পিকারের ভোট (যখন কোন বিলে সমান সংখ্যক ভোট পড়বে তখন স্পীকার তার একটি ভোট দেন, ফলে বিলটি একভোট বেশি হয়ে পাস হয়ে যায়? ১৯। ২ ভাগে ২০। শায়েস্তা খান ২১। বাংলা ১১৭৬, ইংরেজি ১৭৭০ ২২। ওয়্যারলেসের মাধ্যমে ২৩। অগ্রহায়ণ-পৌষ মাসে ২৪। ৩৮% ২৫। পূর্ব জার্মানি ২৬। ১৯৯৮ সাল থেকে ২৭। পাগ মার্ক পদ্ধতি ২৮। ১১৭ ২৯। সেন্টমার্টিন ৩০। শিলভদ্র, নালন্দা বিহার ৩১। বান্দরবান ৩২। পুঞ্জি ৩৩। কামরুল হাসান ৩৪। ভাওয়াল-মধুপুরের বনভূমি ৩৫। ২য় শীর্ষ সম্মেলন ৩৬। ক্রান্তিয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয় ৩৭। জলোচ্ছ্বাসজনিত বন্যা ৩৮। সিলেট ৩৯। একটি চলচিত্রের নাম ৪০। ৪৫৫৪ ৪১। ইসলাম খান ৪২। বীরবিক্রম ৪৩। ৭ম ৪৪। বোরো ধান ৪৫। রাঙামাটি জেলায় ৪৬। ইউনিয়ন পরিষদ ৪৭। মুশফিক ৪৮। প্রাকৃতিক গ্যাস ৪৯। জাতীয় সংসদ ৫০...

মডেল টেস্ট - ০৩ (আন্তর্জাতিক ১০-৩৪)

  ১। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ২। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক কখন, কোথায় অনুষ্ঠিত হয়? ৩। প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় কখন? ৪। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কী বলা হয়? ৫। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে কখন? ৬। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ৭। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ৮। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি? ৯। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা কে? কত সালে প্রতিষ্ঠিত হয়? ১০। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কখন? ১১। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ১২। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কখন? ১৩। জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল কখন? ১৪। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ১৫। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? ১৬। তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? ১৭। কোন দেশগুলোকে পপি উৎপাদনের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? ১৮। গ্লাসনস্ত এর অর্থ কী? ১৯। ক্যাটালান কোন দেশের ভাষা? ২০। জার্মানি ছাড়া কোন দেশের প্রায় সকল লোক জার্মান ভাষায় কথা বলে? ২১। বিশ্ব প্রতিবেশ দিবস কখন পালিত হয়? ২২। জাতিসংঘ বিশ্বব...

মডেল টেস্ট - ০১ (বাংলাদেশ ও আন্তর্জাতিক ৩০-৪০)

   ১। প্রতাপ আদিত্য কে ছিলেন? ২। কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে? ৩। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? ৪। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত ছিল বর্তমানের কোন এলাকা? ৫। মুবিজনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ৬। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? ৭। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত? ৮। সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তাকে কী বলে? ৯। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়? ১০। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী? ১১। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ১২। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? ১৩। প্রধান বীজ উৎপাদকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? ১৪। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের...

মডেল টেস্ট - ০২ (বাংলাদেশ ১০-৩০)

    ১। পূর্বাশা দ্বীপের অপর নাম কী? ২। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে, এটি কোথায় অবস্থিত? ৩। বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? ৪। শ্রীলঙ্কার মুদ্রার নাম কী? ৫। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? ৬। পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায়? ৭। পৃথিবীর গভীরতম স্থানের নাম কী? ৮। শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? ৯। মুসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট আরোহন করেন? ১০। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর রয়েছে? ১১। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? ১২। আলোকিত মানুষ চাই-এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? ১৩। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? ১৪। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? ১৫। গ্রেট হল কোথায় অবস্থিত? ১৬। তাস কোন ধরনের সংবাদ সংস্থা? ১৭। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদন হয় কোন দেশে? ১৮। ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে কোনটি? ১৯। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? ২০। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? ২১। ফরাসী বিপ্লব সংঘটিত হয় কত সালে? ২২। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে কাজ করছে? ২৩। কোন ...

করোনা ভাইরাস তথা কোভিড-১৯ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর (ফেইসবুক থেকে সংগৃহীত)

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি? উঃ- মাথার মুকুট, ২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে? উঃ- ১৯৩০ সালে, ৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়? উঃ- ১৯৬০ সালে, ৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV? উঃ- ৭ জানুয়ারি,২০২০, ৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়? উঃ- ১১ ফেব্রুয়ারি,২০২০, ৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়? উঃ- ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়। ৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে? উঃ- ১১ মার্চ, ২০২০, ৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?  উঃ- SARS-COV-2, ৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন? উঃ- ৯ জানুয়ারি,২০২০, ১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়? উঃ- ১১ মার্চ,WHO  ১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে? উঃ- ৮ মার্চ, ২০২০ ১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে? উঃ- ১৮ মার্চ,২০২০ ১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়? উঃ- মাদারীপুর  ১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়? উঃ- ১৯৭৬ ১৫) IEDCR- পূর্ণরুপ কী? উঃ- Institute of Epi...

পৃথিবী সম্পর্কীত

 ১। পৃথিবীর আয়তন কত বর্গ কিমি? ২। পৃথিবীর পরিধি কত কিমি এবং মাইল? ৩। পৃথিবীর ব্যাস কত কিমি? ৪। পৃথিবীর স্থলভাগ শতকরা কত ? ৫। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? ৬। পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত?00 ৭। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? ৮। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ৯। পৃথিবীতে মহাদেশ কতটি এবং সেগুলোর নাম কী কী? ১০। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এবং এর আয়তন কত? ১১। পুথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি এবং এর আয়তন কত?  ১২। আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি এবং এর আয়তন কত? ১৩। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এবং এর আয়তন কত? ১৪। জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি এবং এর জনসংখ্যা কত? ১৫। জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি এবং এর জনসংখ্যা কত? ১৬। ‍পৃথিবীর সবচেয়ে উত্তরের দেশ ও শহর কোনটি? ১৭। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের দেশ ও শহর কোনটি? ১৮। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি? ১৯। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? ২০। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্র কতটি? ২১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি এবং তার রাজধানীর নাম কী? ২২। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি এবং ...
  ALL BANK MCQ QUESTIONS   https://www.google.com/search?q=bank+mcq+question&tbm=isch&ved=2ahUKEwjc5K2tuP3rAhVU1XMBHSE7A0sQ2-cCegQIABAA&oq=bank+mcq+question&gs_lcp=CgNpbWcQAzIGCAAQCBAeMgYIABAIEB4yBggAEAgQHjIECAAQGDoGCAAQBxAeOggIABAHEAUQHjoICAAQCBAHEB5Q0vkLWN-ZDGDdnwxoAHAAeACAAfECiAHRBpIBBTItMi4xmAEAoAEBqgELZ3dzLXdpei1pbWfAAQE&sclient=img&ei=0khqX9yzFNSqz7sPofaM2AQ&bih=608&biw=1366&hl=en
  ALL BANK WRITTEN EXAM QUESTION https://www.google.com/search?sa=X&sxsrf=ALeKk02rxtAu0dgztKrnp2906xcQl7iLqg:1600800965760&source=univ&tbm=isch&q=bank+written+question&hl=en&ved=2ahUKEwjOh66nuP3rAhV-ILcAHR-UDbUQjJkEegQIChAB&biw=1366&bih=608
 SONALI BANK LTD WRITTEN EXAM QUESTION  https://images.app.goo.gl/oLFAH4eC4WgoKyFL9
SONALI BANK LTD OFFICER https://images.app.goo.gl/QzPdVwq3eDjxJAgd6  
Image
 

COMBINED 4 BANK (OFFICER) Exam Date: 24 May 2019

COMBINED 4 BANK (Officer) Exam Date: 24 May 2019 (Sonali Bank Limited(SBL)-336 Bangladesh Development Bank Limited(BDBL)-62 Karmasangsthan Bank-108    Probashi Kallyan Bank-41   ১ . নিচের কোন বানানটি শুদ্ধ ? ক .  নিরিক্ষণ                       খ . নীরীক্ষণ          গ .  নীরিক্ষণ                    ঘ . নিরীক্ষণ ২ . ‘ দেবতা ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? ক . বিভূতি                     খ .  সুর             গ . দেউল                      ঘ . ভূত    ৩ . ‘ নেই আঁকড়া ’- এর সঠিক অর্থ কোনটি ? ক . দ্বন্দ         ...